• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

মোংলায় করোনা সন্দেহে ৩ নাবিক পর্যবেক্ষণে

সাংবাদিকের নাম / ৪৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: মোংলা বন্দরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৩ বিদেশি নাবিককে পর্যবেক্ষণে রেখেছেন পোর্ট হেলথ’র চিকিৎসকরা। যদিও চিকিৎসকরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি ওই ৩ বিদেশি নাবিক আসলেই করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।

এ ঘটনায় ওই জাহাজ থেকে সব পণ্য খালাস কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া কোনো লোক জাহাজ থেকে যেন ওঠানামা না করতে পারে সে জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন পোর্ট হেলথের চিকিৎসকরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পোর্ট হেলথ অফিস সূত্র জানায়, সোমবার রাতে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী কয়লা বোঝাই একটি বাণিজ্যিক জাহাজ পশুর চ্যানেলের ৩নং হাড়-বাড়িয়া এলাকায় নোঙ্গর করে। এ সময় ওই জাহাজে পোর্ট হেলথের চিকিৎসকরা জাহাজের ২০ ক্রুর (নাবিকদের) স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় তারা তিন ফিলিপাইনের নাবিকদের শরীরে জ্বর ও প্রচণ্ড তাপ অনুভব করে। এতে নাবিকদের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে বলে সন্দেহ করেন চিকিৎসকরা।

পরবর্তীতে এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাদের নির্দেশনায় পুনরায় বৃহস্পতিবার সকালে ওই জাহাজে গিয়ে সন্দেহভাজন তিন জনকে আবারো পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও একজনের অবস্থার অবনতি দেখা যায়। এ অবস্থায় এই তিনজনকে ওই জাহাজের মধ্যেই গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পোর্ট হেলথের খুলনার বিভাগীয় কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন জানান, করোনা ভাইরাস সন্দেহে ওই জাহাজ থেকে সব পণ্য খালাস কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া কোনো লোকজন যাতে জাহাজ থেকে বাইরে অথবা বাইরে থেকে জাহাজে ওঠতে না পারে সে জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আক্রান্ত নাবিকদের চিকিৎসা প্রদানকারী ডাক্তার মো. সামির আসিফ জানান, আক্রান্ত রোগীরা ঠিক করোনা ভাইরাসের শিকার হয়েছেন কিনা তা আরো পরীক্ষা নিরীক্ষা করে সঠিকভাবে নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, এ নিয়ে মোংলায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এ গুজবে কর্ণপাত না করে মানুষকে সচেতন হওয়ার সবার প্রতি আহবান জানান তিনি।

তবে তিনি নিরাপত্তার স্বার্থে ওই জাহাজে থাকা ২০ নাবিকদের মধ্যে আক্রান্ত ওই তিন ক্রুর নাম পরিচয় জানাতে চাননি। বন্দরে অবস্থান নেয়া জাহাজটি ইন্দোনেশিয়া থেকে কয়লা বোঝাই করে প্রথমে সিঙ্গাপুরে আসে। পরে সেখান থেকে চট্টগ্রাম বন্দর হয়ে ৪ মার্চ রাতে মোংলা বন্দরের হারবাড়িয়া ৩নং বয়ায় এসে নোঙ্গর করেছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.