• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা

সাংবাদিকের নাম / ১৩২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রীরা সহ সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তারা অংশগ্রহন করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত জেলা প্রশসাক নূর কুতুবুল আলম,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,সদর থানার ভারপ্রাপ্ত ওসি তানভির,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ অনেকে।

এছাড়াও ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।


এধরনের আরও সংবাদ