• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

‘মুজিববর্ষের মূল আড়ম্বর অনুষ্ঠান সুবিধাজনক সময়ে’

সাংবাদিকের নাম / ৫৫ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসলে মুজিববর্ষের মূল আড়ম্বরের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে ‘আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ’ উপ-কমিটির সভার শুরুতে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে মুজিববর্ষের মূল আড়ম্বর অনুষ্ঠানটি সুবিধাজনক সময়ে করা হবে; এ কথা উল্লেখ করে বিদেশি অতিথিদের মধ্যে যারা আসার ব্যাপারে নিশ্চিত করেছেন, তাদেরকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এলে আমরা পরবর্তী তারিখ ঘোষণা করব।


এধরনের আরও সংবাদ