• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

‘মিয়ানমার দ্রুত সময়েই রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে’

সাংবাদিকের নাম / ২০৭ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ মিয়ানমার দ্রুত সময়েই রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এজন্য দেশটির সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সহযোগিতা চেয়েছে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আর্মি এভিয়েশনের এক অনুষ্ঠানে সাম্প্রতিক মিয়ানমার সফরের অগ্রগতি বিষয়ে তিনি জানান।

এসময় তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সব ব্যবস্থা করতে হবে। মিয়ানমারের সেনাবাহিনী প্রধান বলেছেন, যত দ্রুত সম্ভব তাদেরকে ফিরিয়ে নিতে চায়।  আর সেই জন্য আমাদের আন্তরিক সহযোগিতা চেয়েছে। খুব শিগগিরই তারা আমাদের ফরেন মিনিস্টার এবং আশিয়ান গ্রুপের হিউমিনিটির ইমারজেন্সি রেসপন্স টিম এদের প্রতিনিধিদের তারা আহবান জানাবে। মিয়ানমার সেনাবাহিনী প্রধানকে জানানো হয়েছে। স্থল মাইন সীমান্ত এলাকাতে স্থাপন করা কোনোভাবেই কাম্য


এধরনের আরও সংবাদ