• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

মালিকদের স্বার্থেই বাস ভাড়া বাড়ানো হয়েছে: ফখরুল

সাংবাদিকের নাম / ৯৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১ জুন, ২০২০

নিউজ ডেস্কঃ বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাস মালিকদের স্বার্থেই এ ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (১ জুন) সংবাদ সম্মলনে এ অভিযোগ করেন মির্জা ফখরুল।
এদিকে সরকারি ঘোষণা অনুযায়ী সোমবার থেকে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল শুরু করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাসে ৫০ শতাংশ যাত্রী পরিবহন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটা অমানবিক। কম আয়ের মানুষই বাসে ওঠে। কার স্বার্থে বাস ভাড়া বাড়িয়েছে? মালিকদের স্বার্থে। মালিকদের আবার অনুদান দিচ্ছে। পুরো বিষয়টা হয়েছে লুটপাটের জন্য।
মির্জা ফখরুল বলেন, বারবার করে বিশেষজ্ঞরা বলছেন এবং তাদের নিয়োজিত পরামর্শক কমিটিই বলেছে, আরও কিছুদিন নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকও বলেছেন।
বিএনপির মহাসচিব বলেন, ট্রেন, বাস, লঞ্চে মানুষ গাদাগাদি করে উঠছে। বাংলাদেশে গণপরিবহন এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আরও সময় নিতে পারত।


এধরনের আরও সংবাদ