• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

মাঠে বসে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকের নাম / ৫৮ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ মাঠে বসেই বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসেন তিনি।

এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের ফাইনালে বুরুন্ডির বিপক্ষে মাঠে নামে ফিলিস্তিন। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে স্টেডিয়ামে এসে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ১৫ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলমান এ টুর্নামেন্টে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই গ্রুপে বিভক্ত হয়ে স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ অংশগ্রহণ করে।

ফাইনালে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে পরপর দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিন।


এধরনের আরও সংবাদ