• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

মহানবীকে অবমাননার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও সমাবেশ

সাংবাদিকের নাম / ৫৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ ফ্রান্সে আল্লাহর রাসুল (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে তৌহিদী জনতা। এর প্রতিবাদে বুধবার বিকেলে তৌহিদী জনতার ব্যানারে সদর উপজেলার পাটিয়াডাঙ্গী বাজার জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাটিয়াডাঙ্গী বাজারে এসে বিক্ষোভকারিরা ফ্রান্স সরকারের কুশপুত্তলীকা দাহ করে এর প্রতিবাদ জানায়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পাটিয়াডাঙ্গী বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্বাস আলী, মোলানখুড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ফজলুল করিম, মোঃ সোহেল তানভীরসহ বক্তারা বলেন, মহানবীকে অবমাননা মানে গোটা মুসলিম জাতিকে অবমাননা করা হয়েছে। আমরা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর দাবিও করেন তারা। অন্যথায় আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা। সমাবেশ শেষে মিছিলটি একই জায়গায় গিয়ে শেষ হয়।


এধরনের আরও সংবাদ