• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

ভূমীদস্যুদের হাত থেকে জমি রক্ষার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সাংবাদিকের নাম / ৫৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২০

নিউজ ডেস্কঃ ভূমীদস্যুদের হাত থেকে জমি রক্ষার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলা চত্বরে রায়পুর ইউনিয়ন এলাকাবাসির উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসুচি চলাকালে রায়পুর ইউনিয়নের বেংলোর গোরস্থান রক্ষনাবেক্ষন কমিটির সভাপতি রাজু চৌধুরী, সহ-সভপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদুর রহমান, আইয়ুব আলী ও কাজল ইসলামসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, এক শ্রেণীর ভুমিদস্যুরা রায়পুর ইউনিয়নের বেংলোর এলাকায় জোর করে সাধারণ মানুষের জমি দখল করছে। তার হাত থেকে রক্ষা পাচ্ছে না গোরস্থানের জমিও। প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা মেরে ফেলার হুমকি প্রদান করছে। উপায় না পেয়ে প্রশাসনের দারস্ত হয়েছেন তারা। অবিলম্বে ভুমীদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসি।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, তাদের সাথে একাত্বতা প্রকাশ করে বলেন, জোর করে কেউ যদি অন্যের জমি দখল করে কিংবা গোরস্থানের জমি দখলের চেষ্টা করে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে বলে আশস্ত করেন।


এধরনের আরও সংবাদ