নিউজ ডেস্কঃ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলায় ভুক্তভোগী পুনর্বাসন সহায়তার লক্ষ্যে ঠাকুরগাঁও সদর শাখা অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এক ভুক্তভোগীকে সেলাই মেশিন ও কিছু কাপড় প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মনতোষ কুমার দে, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ নাজমুল হক,বেগম সুফিয়া জেলা ব্যবস্থপক (সিইপি), উপজেলা এ্যাকাউস অফিসার মোঃমোকতারুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানাজার মোঃ আবুল কালাম আজাদসহ অনেকে । এসময় বক্তারা সুষ্ট ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বলেন, মোছাঃ খুরশিদা জাহান তিনি অতি দারিদ্র ঘরের সন্তান। বাবা নেই মাও অন্যের বাড়ীতে কাজ করে সংসার চালান। খুশিকে ১৭ বছর বয়সে বিয়ে দেওয়া হয়। কিছু দিন পরেই যৌতুককে জন্য অমানসিক নির্যাতন করেন স্বামী ও তার পরিবার। এরপর সে মায়ের সাথে অতি কষ্টে দিন যাপন করেন । তিনি ব্র্যাকে এসডিপি প্রোগ্রাম থেকে সলাই প্রশিক্ষণ গ্রহন করেন। গত ২ ডিসেম্বর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এতে তিনি আরও বেশি একা হয়ে যান। তার একাকিত্ব জীবনযাপনে এগিয়ে আসে ব্র্যাক।