• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিকের নাম / ৪৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালিত হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে প্রেসক্লাবের সভাপতি লাবু সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারসহ নেতারা বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তিনিই দেশের মানুষকে একত্রিত করে বাংলাদেশ স্বাধীনের উদ্যোগ নিয়েছিলেন। তার জন্যেই আমরা আজ স্বাধীনতা পেয়েছি। আর স্বাধীন দেশে কিছু মৌলবাদ মাথা চারা দিয়ে উঠেছে। যা লজ্জার। আমরা তা কখনো কামনা করিনি। ভাস্কর্য স্থাপনের কারনে নতুন প্রজন্মরা জানতে পারে শিখতে পারে। কুষ্টিয়ায় যা করা হয়েছে তা দেশের মানুষের জন্য কলঙ্কময় অধ্যায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে সেদিকে সজাগ থাকতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।
মানববন্ধনে জেলার পাচ উপজেলার গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ