• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

ভারত যাচ্ছেন না তামিম, কপাল খুলছে ইমরুলের

সাংবাদিকের নাম / ২২০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ ঞ্জনই সত্যি হলো। ভারত সফরে যাচ্ছেন না টাইগার ওপেনার তামিম ইকবাল। ইনজুরি থেকে সময় মতো সুস্থ হয়ে না ওঠায় ভারত সফরের টি-২০ সিরিজে তিনি অনিশ্চিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেই সফর থেকে সরে দাঁড়ালেন।  

স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় এ সময়টাতে পরিবারের পাশেই থাকতে চেয়েছিলেন তিনি। তবে এজন্য স্ত্রীর কিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত নিতে দেরি করছিলেন। অবশেষে শনিবার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানালেন থাকছেন না ভারত সফরে।

তামিমের বদলে দলে ডাক পেতে পারেন ইমরুল কায়েস। অভিজ্ঞতা এবং জাতীয় ক্রিকেট লিগের পারফরমেন্সের বিবেচনায় টি-টুয়েন্টি এবং টেস্ট- দুই সিরিজেই বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করতে পারেন তিনি। ক্রিকেট বোর্ডে আগেই জানিয়ে রেখেছে, তামিমের বদলি হিসেবে স্ট্যান্ডবাই আছেন ইমরুল কায়েস।


এধরনের আরও সংবাদ