নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেল থেকে আগামী এক মাসের জন্য কূটনীতিক ও অফিসিয়াল বাদে সব ধরণের ভিসা বন্ধ করে দিয়েছে ভারতীয় সরকার।
বিকেল ৫টা পর্যন্ত যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন পাসপোর্ট যাত্রীরা। এ অবস্থায় সকাল থেকেই বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে ভারতগামীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাদের বেশিরভাগই চিকিৎসা, ব্যবসাসহ প্রয়োজনীয় কাজে যাচ্ছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে যাত্রীরা যাচ্ছেন ভারতে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশি ইমিগ্রেশন থেকে ভারতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ঢুকতে না দেয়ায় দু’দেশের শূন্যরেখায় যাত্রীরা অপেক্ষা করছেন। এতে ভোগান্তি পড়েছেন যাত্রীরা।