নিউজ ডেস্ক: এশিয়ার দেশ ভারত ও মিয়ানমার সীমান্তে আঘাত হেনেছে মাঝারি মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪ দশমিক ৫।
কর্তৃপক্ষের বরাতে ভারতীয় বার্তা সংস্থা ‘এএনআই’ জানায়, সোমবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে দুদেশের সীমান্তে এই কম্পনটি অনুভূত হয়। যদিও এতে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থাটির মতে, ভারত-মিয়ানমার সীমান্তে যখন ভূমিকম্প আঘাত হানে ঠিক তখন বেশিরভাগ লোকই ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে অধিকাংশ বাসিন্দাই কম্পনটির তীব্রতা অনুভব করতে পারেননি।
এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) এশিয়ার আরেক দেশ আলবেনিয়ায় আঘাত হেনেছিল ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে নারী-শিশুসহ অর্ধশতাধিক লোকের প্রাণহানিসহ প্রায় ছয় শতাধিক বেসামরিক নাগরিক আহত হন।
উল্লেখ্য, গত মাসের শেষ দিকে আরও একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারতের উত্তরাঞ্চল। সে সময় রাজধানী নয়াদিল্লির বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক কম্পন অনুভূত হয়।