• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

ভারতে হিজাব পরায় সমাবর্তনে বাধা, স্বর্ণপদক প্রত্যাখ্যান ছাত্রীর

সাংবাদিকের নাম / ১২৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলীয় তামিলনাড়ু প্রদেশের পুঁদুচেরি বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে সমাবর্তনে অংশ নিতে বাধা দেয়ায় দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের কাছে থেকে স্বর্ণপদক নিতে অস্বীকার করেছেন এক ছাত্রী।

দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া ট্যুডে বলছে, পুঁদুচেরি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক জয়ী এক মুসলিম ছাত্রী। হিজাব পরে সমাবর্তনে অংশ নেয়া এই ছাত্রীকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের কাছ থেকে স্বর্ণপদক নেয়ার সময় হিজাব খুলে ফেলার নির্দেশ দেয়া হয়। কিন্তু ওই ছাত্রী তাতে রাজি না হয়ে স্বর্ণপদক প্রত্যাখ্যান করেন।

ওই ছাত্রীর দাবি, হিজাব খুলতে রাজি না হওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে প্রেসিডেন্টের কাছ থেকে পদক নিতে যাওয়ার সময় বাধা দেন। পরে তিনি প্রেসিডেন্টের হাত থেকে স্বর্ণপদক না নিয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অন্য শিক্ষার্থীদের সঙ্গে বসে ছিলেন। তবে হিজাব পরার কারণে তাকে অডিটরিয়ামের বাইরে বসার নির্দেশ দেয়া হয়েছিল।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চলে যাওয়ার পর গণযোগাযোগের ওই ছাত্রী বিভাগের কর্মচারীদের কাছ থেকে শুধুমাত্র সার্টিফিকেট নেন। জনসম্মুখে হেনস্থা করায় বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রত্যাখ্যান করেন তিনি।

রাবিহা নামের ওই ছাত্রী টাইমস অব ইন্ডিয়াকে বলেন, সমাবর্তনে রাষ্ট্রপতি অংশ নিয়েছিলেন। আমাকে সন্দেহ করা হচ্ছিল। কারণ তারা ধারণা করেছিল, আমি কিছু একটা করবো। আমি জানি না, তারা কেন এটা করছে। প্রেসিডেন্ট সেখানে যতক্ষণ ছিলেন, ততক্ষণ আমাকে অডিটরিয়ামে থাকতে দেয়া হয়নি। এর প্রতিবাদে আমি স্বর্ণপদক প্রত্যাখ্যান করেছি।


এধরনের আরও সংবাদ