নিউজ ডেক্সঃ গেল কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশে মারা গেছেন ১শ’ ১১ জন। এছাড়াও বিহারে ২৯ জন মারা গেছেন। আরও প্রাণহানির আশঙ্কায় রাজ্যজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
ভারতের বিহারের রাজধানী পাটনায় টানা বর্ষণে সৃষ্ট বন্যায় আটকে পড়া মানুষদের এভাবেই ত্রাণ সহায়তা দেয় দেশটির বিমানবাহিনী। হেলিকপ্টারের পাশাপাশি নৌকায়ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে আটকে পড়াদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে।
ত্রাণ সরবরাহ ও উদ্ধার কাজ অব্যাহত আছে। এখন পর্যন্ত তিন থেকে চার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
রাজ্যের আরও বেশ কয়েকটি জেলা বন্যায় তলিয়ে গেলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাটনাই। তলিয়ে গেছে খোদ উপমূখ্যমন্ত্রী সুশি মোদির বাড়ি। পরে, উদ্ধারকারী দল পরিবারসহ তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
বন্যার কবলে বিহারের পার্শ্ববর্তী উত্তর প্রদেশও। রাজ্যটিতে এখন পর্যন্ত বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। একটি কারাগারে বন্যার পানি ঢুকে যাওয়ায় প্রায় নয়শো কয়েদিকে অন্য একটি কারাগারে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
বন্যার পানি ঢুকে যাওয়ায় কয়েদিরা অনেক সমস্যায় পড়ে যায়। বড় কিছু হওয়ার ভয় থেকেই তাদেরকে দ্রুত সরিয়ে নেয়া হয়।
ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যও বন্যা আক্রান্ত হয়েছে।