• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

ভারতে করোনা শনাক্তের নতুন রেকর্ড

সাংবাদিকের নাম / ১৫৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত চার দিন ধরে এক লাখ করে ছাড়াচ্ছে এবং তা পর্যায়ক্রমে বাড়ছেই। গত ৬ এপ্রিল দেশটিতে এক লাখ ১৫ হাজার, ৭ এপ্রিল এক লাখ ২৬ হাজার, ৮ এপ্রিল এক লাখ ৩১ হাজার ও ৯ এপ্রিল এক লাখ ৪৫ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় (১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন এক কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এ নিয়ে ভারতে এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জনের প্রাণহানি ঘটল। খবর আনন্দবাজার ও এনডিটিভির।

আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় কঠোর হচ্ছে দেশটির প্রশাসন। করোনা নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে ভারতে বিভিন্ন রাজ্যে কড়াকড়ি লকডাউন চলছে। রাতে কারফিউও জারি করা হয়েছে। পাশাপাশি টিকাদান কর্মসূচিও ব্যাপকহারে চলছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড টিকা দেয়া হয়েছে ৩৭ লাখ ৪০ হাজার ৮৯৮ জনকে। এ নিয়ে ভারতে নয় কোটি ৮০ লাখ ৭৫ হাজার ১৬০ টিকার ডোজ দেয়া হয়েছে।


এধরনের আরও সংবাদ