• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ভারতের ১৩০ কোটি মানুষই হিন্দু!

সাংবাদিকের নাম / ৫৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ভারতে বসবাসকারী ১৩০ কোটি মানুষই হিন্দু। এমনটাই দাবি করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত। তিনি বলেন, কে হিন্দু তার একটা নির্দিষ্ট সংজ্ঞা আমাদের রয়েছে। তিনি আরও বলেন, আমরা মনে করি যারা এই দেশকে ভালোবাসেন, যারা এই দেশের অগ্রগতি চান, তারা সবাই হিন্দু। সুতরাং ভারতের ১৩০ কোটি জনগণই হিন্দু। খবর ওয়ান ইন্ডিয়ার।

আরএসএস প্রধান আরও বলেন, আমরা এটাই মনে করি। তবে কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে ভিন্ন মত পোষণ করতেই পারেন। বুধবার হায়দরাবাদের সারুনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিজয় সংকল্প শিবিরে এমন মন্তব্য করেন তিনি। আরএসএসের ওই সভায় প্রায় ২০ হাজার স্বয়ংসেবক উপস্থিত ছিলেন।

মোহন ভগবত বলেন, যিনি ভারত মাতার সন্তান, তিনি যে কোনো ভাষায় কথা বলতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন। তিনি হিন্দু ধর্মের না হয়ে অন্য ধর্মের অনুসারী হতে পারেন। কিন্তু সংঘের কাছে এদেশের ১৩০ কোটি মানুষের সবাই হিন্দু সমাজের।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.