• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে তিন সমঝোতা স্মারক সই, ৩ প্রকল্প উদ্বোধন

সাংবাদিকের নাম / ২৫৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে দুই শীর্ষ নেতার এ বৈঠকে শিক্ষা, সংস্কৃতি এবং পানি সম্পদ বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এ ছাড়া ভিডিও কনফারেন্সে তিনটি দ্বিপাক্ষিক প্রকল্পের উদ্বোধন করা হয়। শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে প্রধান ফটকে তাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি। এরপর একান্তে বৈঠকে বসেন দুই নেতা। 

এ বৈঠকে রোহিঙ্গা ইস্যু, তিস্তা পানি বণ্টন চুক্তিসহ অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে এ বৈঠকের আগে সফরকালীন আবাসস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শংকর। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত।


এধরনের আরও সংবাদ