নিউজ ডেস্ক: দিল্লিতে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে কুপোকাত করেছে মাহমুদউল্লাহর বাংলাদেশ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এখন ১-০ তে এগিয়ে সফরকারী শিবির। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হলেও রাজকোটে আরও নিখুঁত ক্রিকেট খেলতে চান মাহমুদউল্লাহ।
সিরিজে পিছিয়ে থাকায় ভারতও ফিরে আসতে চাইবে জানেন বাংলাদেশ অধিনায়ক। তাই প্রথম ম্যাচের চেয়ে ভালো খেলতে মুখিয়ে আছে টাইগাররা। বুধবার রাজকোটে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ জিতেছি এটা আমাদের আত্মবিশ্বাস যোগাবে। তবে আমরা বসে নেই, সবাই অধীর আগ্রহে আছে এবং সেরাটা অনুশীলনে দেওয়ার চেষ্টা করছে। সবাই চেষ্টা করছি টিম এফোর্ট দিয়ে কালকের ম্যাচে যেন কাঙ্খিত রেজাল্ট আনতে পারি’।
টাইগার অধিনায়ক মনে করেন, ভারতের বিপক্ষে সিরিজ জেতাটাই অনেক বড় অর্জন হবে বাংলাদেশের জন্য। রিয়াদ বলেন, ‘ইন্ডিয়া তাদের মাটিতে অনেক শক্তিশালী । সুতরাং এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে যদি আমরা জিততে পারি’।
একাদশ নিয়েও কথা বলেন টাইগার অধিনায়ক। আপাতত উইনিং কম্বিনেশন ভাঙতে চান না তিনি। তবে উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মাহমুদউল্লাহ। রিয়াদ বলেন, ‘আপাতত মনে হচ্ছে না। আগামীকাল উইকেট দেখে সিদ্ধান্ত নিব। যদি প্রয়োজন হয় তাহলে একাদশ পরিবর্তন হলেও হতে পারে। অন্যথায় উইনিং কম্বিনেশন রাখার চেষ্টা করব’।