• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নাগরিকত্ব বিল অনুমোদন

সাংবাদিকের নাম / ২১৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ ভারতে রাষ্ট্রীয় নাগরিক পুঞ্জি (এনআরসি) নিয়ে নানা মতবিরোধের মধ্যেই দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল নাগরিকত্ব (সংশোধনী) বিল।

এখন মোদি সরকারের লক্ষ্য সংসদের শীতকালীন অধিবেশন নাগরিকত্ব (সংশোধনী) বিল পাস করানো। এনডিটিভি জানিয়েছে, সরকার আগামী সপ্তাহেই এ বিল পেশ করতে চলেছে। যদিও উত্তরপূর্বের রাজ্যগুলো এ বিলের লাগাতার বিরোধিতা করে চলেছে। 

সরকার অবশ্য জানাচ্ছে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে এসে অবৈধভাবে থাকা নাগরিকদেরও নাগরিকত্ব দিতে পারে। তবে শর্ত একটাই! মুসলিম হওয়া যাবে না। দেশটির বিরোধী দল কংগ্রেস এ বিলটিকে অসংবিধানিক বলেই মনে করছে।

এ নাগরিক সংশোধনী বিল পাস হলে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দু বা অন্য সম্প্রদায়ের মানুষজন নাগরিকত্ব পাবেন। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের বৈধতা দেওয়া হবে। তবে বাদ পড়বেন মুসলিম সম্প্রদায়।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.