নিউজ ডেস্ক: ভারতকে উড়িয়ে আবারো নারী টি-২০ বিশ্বকাপে শিরোপা ঘরে তুললো অস্ট্রেলিয়া। বিশ্ব নারী দিবসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ৮৫ রানে হারিয়ে পঞ্চমবারের মত বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় অজি নারীরা।
এই নিয়ে সাত আসরের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হল তারা।
টস জিতে আগে প্রথমে ব্যাট করতে নামে বেথ মুনির অপরাজিত ৭৮ ও আলিসা হিলির ৭৫ রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে ৯৯ রানেই অলআউট হয় ভারত।
অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দেন অ্যালিসা হেলি ও বেথ মুনি। দলীয় ১১৫ রানে রাধা যাদবের বলে উইকেট ছাড়ার আগে ৩৯ বলে সাত চার ও পাঁচ ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার হিলি। আর ৫৪ বলে ১০ চারে ৭৮ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার বেথ মুনি।
ভারতের হয়ে বল হাতে দিপ্তি শর্মা ৩৮ রানে দুটি উইকেট নেন।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান শেফালী ভার্মা। সেই ওভারেই ষষ্ঠ বলে জেমাইমা রডরিগেজ ক্যাচ দেন মিড অনে। দ্বিতীয় ওভারের শেষে দুই উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৮ রান।
শুরুর ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ভারত। শেষপর্যন্ত ১৯.১ ওভারে ৯৯ রানে অলআউট হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন মেগান স্কট।এছাড়া জেস জোনাসেন শিকার করেছেন ৩টি উইকেট।
ম্যাচসেরার পুরস্কার ওঠে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির হাতে। আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন তারই স্বদেশী বিথ মুনি।