• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

বেগম জিয়ার মুক্তির মাধ্যমে গণতন্ত্র মুক্ত করতে হবে

সাংবাদিকের নাম / ৪৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ এবার বেগম জিয়ার জামিন না মিললে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতারা বলেছেন, রাজপথেই বিএনপি চেয়ারপারসনের মুক্তি নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনে এক আলোচনায় তারা বক্তব্য রাখেন। এ সময় বিএনপি নেতারা, আত্মত্যাগের মানসিকতা নিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমগ্র জাতি আজ পরাধীন হয়ে যাচ্ছে। সমগ্র জাতি তাদের অর্জনগুলো হারাচ্ছে। তাই আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। সোচ্চার হতে হবে রাস্তায় নামতে হবে। আমাদের সমস্ত অর্জনকে ছিনিয়ে আনতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে আমরা গণতন্ত্রের মুক্তি ফিরিয়ে আনতে চাই।


এধরনের আরও সংবাদ