• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

বিপিএলের মাঝপথে আসছেন ওয়াটসন

সাংবাদিকের নাম / ৮২ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথেও একের পর এক নামি দামি ক্রিকেটারকের ভেড়াচ্ছে দলগুলো। এবার সরাসরি চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনকে নিয়ে আসছে রংপুর রেঞ্জার্স।

প্লেয়ার ড্রাফট থেকে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়ে রংপুর রেঞ্জার্স। এর বাইরেও আরও বেশ কিছু ক্রিকেটারকে তারা সরাসরি চুক্তির মাধ্যমে দলভুক্ত করে। কিন্তু মাঠের খেলায় দলটি তেমন সুবিধা করতে পারছে না। এবার ওয়াটসনকে দলভুক্ত করে পরিস্থিতি বদলে দিতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

রংপুর রেঞ্জার্সের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বড়দিনের ছুটি কাটিয়ে আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছবেন ওয়াটসন।


এধরনের আরও সংবাদ