• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

বিনামূল্যে করোনা টেস্ট উন্মুক্ত করা হোক -ইশা ছাত্র আন্দোলন

সাংবাদিকের নাম / ৩৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনা এবং সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের চৌরাস্তায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারীর ১০০ দিন পেরিয়ে গেলেও সনাক্তকরণ পরীক্ষা একেবারেই অপ্রতুল। যতটুকু আছে সেখনেও চলছে চরম অব্যবস্থাপনা। কিন্তু সরকার স্বাস্থ্যখাতের এসব অব্যবস্থাপনা দূর না করে করোনা টেস্ট ফি নির্ধারণ করেছে ২০০ থেকে ৫০০ টাকা, যা একটি জনবিরোধী সিদ্ধান্ত। আমার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা আরও বলেন বাংলাদেশী সীমান্তে ভারতীয়দের দ্বারা মানুষ হত্যা বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে সরকারকে এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে।
ঘন্টা ব্যাপি মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা সভাপতি মুহাম্মাদ সারাফাত হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহেদ ইসলাম এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদ, ইসলামী যুব আন্দোলন ঠাকুরগাঁও জেলা সভাপতি মুসা বিন হারুন, ইশা ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ আব্দুস সামাদ, জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুস সালাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নূরে আলম সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহিমসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.