• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

বিকেলে আইপিএলের নিলাম, দল পেতে পারেন মুশফিক

সাংবাদিকের নাম / ৬৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট নিলাম অনুষ্ঠান শুরু হবে আজ বৃহস্পতিবার বিকেলে। এবারই প্রথমবারের মতো কলকাতায় বসছে আইপিএলের নিলাম। বিকেল চারটায় শুরু যে নিলাম অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ানে।

এবার মোট ৩৩২ জন ক্রিকেটারের নাম ওঠছে নিলামে। যার মধ্যে ভারতের ১৮৬ জন, অস্ট্রেলিয়ার ৩৫ জন, দক্ষিণ আফ্রিকার ২৩ জন, ইংল্যান্ডের ২২ জন, ওয়েস্ট ইন্ডিজের ১৯ জন, নিউজিল্যান্ডের ১৮ জন, শ্রীলঙ্কার ১৪ জন, আফগানিস্তানের ৭ জন এবং বাংলাদেশেরও ৫ জন ক্রিকেটার থাকছেন।
এই নিলামে বাংলাদেশ থেকে যে পাঁচজনের নাম দেয়া হয়েছে, তারা হলেন-মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

এর মধ্যে প্রথমবারের মতো দল পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে মুশফিকুর রহীমের। কেননা মুশফিক প্রথমে এই নিলামে নিজের নাম দিতেই চাননি। পরে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে তার নাম যুক্ত করা হয়। অর্থাৎ তার প্রতি আগ্রহ আছে দলগুলোর।

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সর্বাধিক ২৭ কোটি ৯০ লাখ রুপি খরচ করতে পারবে। এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে জায়গা আছে ১২ জনের, যার মধ্যে ৬টি স্থান বিদেশিদের। অন্যদিকে ২৭ কোটি ৮৫ লাখ রুপি সর্বাধিক খরচ করতে পারবে দিল্লি ক্যাপিট্যালস। ১১ জনের মধ্যে পাঁচ জন বিদেশি ক্রিকেটার তারা নিতে পারবে।

রাজস্থান রয়্যালস ২৮ কোটি ৯ লাখ রুপি খরচ করতে পারবে, চেন্নাই সুপার কিংস পারবে ১৪ কোটি ৬ লাখ রুপি। মুম্বাই ইন্ডিয়ান্সের বাজেট ১৩.৫ কোটি। কিংস ইলেভেন পাঞ্জাবের বাজেট ৪২.৭ কোটি, কলকাতা নাইট রাইডার্সের ৩৫.৬৫ কোটি। কেকেআর এর জায়গা বাকি ১১টি। যেখানে বিদেশি ৪ জন স্থান পাবে। সানরাইজার্স হায়দরাবাদের বাজেট ১৭ কোটি রুপি।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.