• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

বিকিনিতে ঝড় তুলেছেন ঘরের বউ মনমী

সাংবাদিকের নাম / ৬৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই ছোটপর্দা ও বড় পর্দায় সমান তালে অভিনয় করে চলেছেন মনমী ঘোষ ৷ বর্তমানে ভারতীয় টেলিভিশনে চলছে তার অভিনীত সিরিয়াল ‘ইরাবতীর চুপকথা’। অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়ে আসছেন অনেক দিন থেকেই। কিন্তু এবার চমকে দিয়েছেন সবাইকে।
মনমীকে দর্শকরা সব সময় দেখে আসছেন ঘরোয়া সাজে, সাধারণ বাড়ির বউ হিসাবে। সিরিয়ালে সাদামাটা বউয়ের চরিত্রেই তার দেখা মেলে বেশি। এবার হঠাৎ করেই প্রকাশ হয়েছে মনমীর বিকিনি পরা ছবি। হলুদ রঙের একটি বিকিনি পরে পোজ দিয়েছেন মনমী ৷
আর এই ছবি প্রকাশ করেছেন নিজের ইনস্টাগ্রামে। এই ছবি দেখে চমকে গেছেন তার ভক্তরা।
এর আগে মনমীকে খোলামেলা পোশাকে কখনো দেখা যায়নি। সম্প্রতি ভিয়েতনাম টুরে গিয়েছিলেন মনমী। সেই সময়ের ছবিই নতুন করে আবার শেয়ার করেন। এখানে তাকে দেখা যায় হলুদ রঙের স্বল্প পোশাকে। পুরো পোশাশ জুড়ে আঁকা আছে ক্যাকটাস।
চারদিকে যখন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, তখন এমন উষ্ণ ছবি ছড়িয়ে দর্শক মাতাচ্ছেন এই অভিনেত্রী। এমন ছবি প্রকাশের জন্য সমালোচনার মুখেও পড়েছেন তিনি।


এধরনের আরও সংবাদ