নিউজ ডেস্কঃ রাজধানীর গোপীবাগে প্রচারণার সময় সংঘর্ষের ঘটনায় দোষীদের খুঁজে বের করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে নানা হয়রানির অভিযোগ, অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিরা বিদেশি রাষ্ট্রদূতকেও বোঝাতে চাইছে আক্রমণটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে।’
এ সময় তিনি আরো বলেন, ‘ভিডিও ফুটেজে যেটি আছে তাতে সেটি মনে হয় না। বিএনপি কিছু কিছু অভিযোগ আনছে যেগুলো একেবারেই অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো। বিএনপি যে সুরে কথা বলছে, মাহবুব তালুকদারও একই সুরে কথা বলছে।’
এদিকে, রাজধানীর গোপীবাগে ইশরাকের প্রচারণায় সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের করা মামলায় সন্দেহভাজন একজনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে সময় সংবাদকে এ কথা জানান ওয়ারি থানার এডিসি নুরুল আমিন।
গতরাত এবং আজ সকালে গোপীবাগের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে চারজনের নাম এজাহারে উল্লেখ ছিল আর অপর একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল দুপুরে গোপীবাগে ঢাকা দক্ষিণের বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সংবাদ সংগ্রহের সময়, বেসরকারি টেলিভিশন চ্যালেন সময় সংবাদের চিত্র সাংবাদিক আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। পরে এ ঘটনায় ৪০ থেকে ৫০ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে ওয়ারি থানায় মামলা করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।