স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে বিএনপির উদ্যোগে দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর (খোঁচাবাড়ি বাজার এলাকায়) এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক পয়গাম আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান লাবু , ওই ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক মনসুর আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে প্রচন্ড শীতের সময় কম্বল পেয়ে অনেকটাই খুশি।
আর স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রতিবছর শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও এই উদ্যোগ নেয় ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির নিজ অর্থ অর্থায়নে তা বিতরণ করা হয়। আগামীতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান নেতারা।