• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

বাড়ল ফাইনাল টিকিটের মূল্য

সাংবাদিকের নাম / ৮০ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে খেলবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। আগামীকাল (শুক্রবার, ১৭ জানুয়ারি) মাঠে গড়াতে যাচ্ছে। আর জাঁকজমকপূর্ণ এই ম্যাচের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ এবং উত্তর গ্যালারির ৩০০ টাকা মূল্যের টিকিট ফাইনালে করা হয়েছে ৪০০ টাকা। এছাড়া পূর্ব গ্যালারির টিকিট মূল্য ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা। বেড়েছে ক্লাব হাউসের টিকিটের মূল্যও। গ্রুপ পর্বে থাকা ৫০০ টাকার টিকিটের মূল্য ফাইনালের জন্য করা হয়েছে ৭০০ টাকা।

বিশেষ আসরের টিকিটের সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের, সেখানের প্রতি টিকিটের মূল্য ধরা হয়েছে ৩ হাজার টাকা। গ্রুপ পর্বে এই মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার টাকা।

বিপিএলের টিকিট পাওয়া যাবে মিরপুর স্টেডিয়ামের এক নম্বর ফটক ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন দুটি বুথে।


এধরনের আরও সংবাদ