• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

বালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি গঠন

সাংবাদিকের নাম / ৪৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

পরে সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, তৃণমূলের নেতাকর্মীদের কারণে আজ আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন হিসেবে রূপ নিয়েছে। তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের শক্তি।

তিনি বলেন, জনগণের বিপুল সমর্থনের কারনে আজ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আপনারাই দেখুন বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশ কোন অবস্থায় ছিল আজ কোন অবস্থায় দেশ আছে। আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে আর বিএনপি-জামায়াত দেশের ক্ষতি করার জন্য ক্ষমতায় আসতে চায়।

রমেশ চন্দ্র সেন বলেন, আওমায়ী লীগ শক্তিশালী হলে আমাদের নেত্রীর শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। তাই আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন তাই করতে হবে। আপনারা জানেন আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র চলছে; ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।

বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভা অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন, জেলা আওয়ামী লীগের সভপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সন্তোষ কুমার আগরওয়ালা, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, রওশনুল হক তুষার, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারন সম্পাদক সানেয়ার পারভেজ পুলক, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরে আলম মুক্তি প্রমুখ।

সভা শেষে দ্বিতীয় অধিবেশনে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন সভাপতি হাবিবুর রহমান। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো। দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম।

এসময় উপস্থিত কাউন্সিররা তাদের কন্ঠ ভোটের মাধ্যমে পুণরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক হিসেবে নুরে আলম মুক্তিকে নির্বাচিত করা হয়।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.