• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী

সাংবাদিকের নাম / ১০৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন এর ৪র্থ বর্ষ পেরিয়ে ৫ম বছরে পদার্পন করেছে। এ উপলক্ষ্যে রবিবার দুপুর ১টায় সমিরউদ্দিন স্মৃতি কলেজের একাডেমিক ভবনের ৪র্থ তলায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের চতুর্থ বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সভাপতি রাকিবুস সুলতানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মিঠুন চন্দ্র দেবনাথ, সমিরউদ্দিন কলেজের অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাষানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ আল শামস, সংগঠনটির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল লাবীব, সাংবাদিক হারুন অর রশিদ, আল মামুন জীবন প্রমুখ। আলোচনা শেষে সেরা সংগঠক হিসেবে মনিরুজ্জামান রেজু, সেরা রক্তাদাতা আনোয়ারুল হক, সেরা রক্ত যোগানদাতা হিসেবে জাফর সাদিক ও একে আজাদকে পুরস্কৃত করা হয়। ২০১৮ সালে ১৮ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন যাত্রা শুরু করে। এরপর থেকে এলাকাসহ পুরো ঠাকুরগাঁও জেলার বিভিন্ন রোগীদের বিনা মূল্যে রক্ত দানের কাজ করে আসছে।


এধরনের আরও সংবাদ