• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

বাবরি মসজিদ ধ্বংস মামলায় যে রায় দিলেন ভারতের আদালত

সাংবাদিকের নাম / ৬৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত ৩৬ জনকেই বেকসুর খালাস করেছে ভারতের আদালত। বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত নয়, বলেছেন বিচারক। রায় পড়েছেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেন লালকৃষ্ণ আডবাণী, উমা ভারতীরা। আজ রায় ঘোষণার পরই অবসর নেওয়ার কথা রয়েছে বিচারক সুরেন্দ্রকুমার যাদবের।

বাবরি মসজিদ ধ্বংস মামলায় মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিঙ্ঘল, শিবসেনার বাল ঠাকরে, অযোধ্যার পরমহংস রামচন্দ্র দাসের মতো ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বাকি ৩২ জনের হয়ে প্রতিনিধিত্ব করছেন আইনজীবী কেকে মিশ্র। জীবিত আছেন লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশী, উমা ভারতীরা। ৮৯৪ জন সাক্ষীর মধ্যে ১৩৪ জন মৃত। অনেকে নিখোঁজ।

প্রায় তিন দশক পর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় হলো আজ। ১৯৯২ সালের ডিসেম্বরে গুড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। এই ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়ায় অভিযুক্ত বিজেপির শীর্ষ তিন নেতা।

সূত্র: আনন্দবাজার


এধরনের আরও সংবাদ