নিউজ ডেক্সঃ দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির সুফল নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার (২ অক্টোবর) দুপুরে খুলনার খালিশপুরে নৌবাহিনীর বানৌজা তিতুমীরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে বানৌজা তিতুমীর ঘাঁটিতে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।
এ সময় নৌ সদস্যরা কুচকাওয়াজের মাধ্যমে সম্মান জানান রাষ্ট্রপতিকে। পরে নৌবাহিনীর প্রশিক্ষণ, অপারেশনাল ও লজিস্টিক কাজে অনন্য ভূমিকা রাখায় বানৌজা তিতুমীরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।