পঞ্চগড়ঃ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতীয় পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের আগামী ১ মাস ভারত গমনে নিষেধাজ্ঞা জারী করেছে ভারতীয় সরকার। এর ধারাবাহিকতায় স্থলবন্দর দিয়ে করােনা ভাইরাস সংক্রমণ এড়াতে ভারতীয় ভিসা স্থগিতের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয় পাসপাের্টধারী যাত্রীরা।
আজ শুক্রবার (১৩ মার্চ ) বিকেল ৫ টার পর থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতীয় সাধারণ ভিসা স্থগিত করা হয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৩ মার্চ ) বিকেল ৫ টার পর থেকে আর কোন বাংলাদেশি পাসপোর্টধারী ভারতে প্রবেশ করতে পারবে না।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক মো: মোকছেদ আলী সময় সংবাদকে জানান, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত উভয় দেশের যাত্রীদের পারা-পার করা হবে।
তবে শনিবার (১৪ মার্চ) থেকে অাগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের যাত্রী পারাপার বন্ধ থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানী-রপ্তানীকারক এসােসিয়শনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, আমরা শুনেছি ভারতীয় কর্তৃপক্ষ সীদ্ধান্ত নিয়েছে যাত্রী পারাপার বন্ধের বিষয়ে। এটি যদি হয়ে থাকে তাহলে তা আমদানি-রপ্তানির ক্ষেত্রে প্রভাব পড়বে। যদিও এই পাের্ট দিয়ে খাদ্য শস্য আমদানী হয় না। মুলত পাথর আমদানী করা হয়। তবুও প্রভাব পড়বে। এমনিতেই এই পাের্ট দিয়ে যাত্রী পারাপার কমে গেছে। যদি পাের্ট বন্ধ হয় তাহলে ব্যবসায় প্রভাব পড়বে বলে মনে করছি।