• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

সাংবাদিকের নাম / ২৩৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ফ্রান্সের তুলুজ এ গত ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হলো অল ইউরোপ বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন এর আহবায়ক কমিটির প্রথম সভা। গত ৫ই ডিসেম্বর থেকে সমগ্র ফ্রান্সে লাগাতার হরতাল ও বিভিন্ন রুটের এয়ার ফ্লাইট বাতিল হওয়ায় এবং রেলপথ ও সড়ক পথের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার কারণে জার্মান, ইংল্যান্ডের বার্মিংহাম, নরওয়ে,স্পেন,অষ্টিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিগণ টিকিট কাটার পরও আসতে পারেনি। ভিক্টর শেখর রোজারিওর প্রাণবন্ত উপস্থাপনা মাধ্যমে, নির্দিষ্ট সময়ে স্থানীয় একটি হোটেলের হল রুমে সভার কার্যক্রম শুরু হয়। অল ইউরোপ বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন (প্রস্তাবিত) এর আহবায়ক মার্ক রায়ের সভাপতিত্বে উপস্থিত সকলের আসন গ্রহণের পর যথারীতি পাষ্টার কাজল সরকারের প্রার্থনা মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। সর্বসম্মতিতে অনুপ রোজারিওকে মিনিটস রক্ষকের দায়িত্ব প্রদানের পর পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভাপতি শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই যোগাযোগ ব্যবস্থার এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যারা সংগঠন কে ভালবেসে আজকে উপস্থিত হয়েছেন,তাদের গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আজকের এই সভা অনুষ্ঠানের জন্য বিভিন্ন দেশ থেকে যারা মানসিক এবং সাংগঠনিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তিনি তাদেরকে বিশেষভাবে স্মরণ করেন।সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে উল্লেখ করেন যে, নিজেদের সাহায্য সহযোগিতা, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন তথা ইউরোপের বসবাসের স্বপ্ন বুকে ধারণ করে আসা নবাগতদের যথাযথ সাহায্য সহযোগিতা করাই আমাদের অন্যতম লক্ষ্য। তাই আমাদের সমস্ত অভিমান ও কষ্ট গুলো ভুলে গিয়ে একসাথে পথ চলতে হবে। বক্তব্যের শুরুতেই তিনি বিশেষভাবে স্মরণ করেছেন শ্রদ্ধেয় হেনরী ডি কস্তা কে, যিনি ইউরোপে বসবাসকারী সকল খ্রিস্ট ভক্তদের একটি প্ল্যাটফরমে আনার স্বপ্নকে বুকে ধারণ করতেন। এসোসিয়েশনের একটি সুন্দর নামকরণের প্রসঙ্গে দীর্ঘ আলোচনা ও ব্যাখ্যা প্রদানের পর সর্ব সম্মতিক্রমে নির্ধারিত হয় এখন থেকে সংগঠনের নামকরণ হবে – ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন। সভা চলাকালে বাংলাদেশ থেকে- বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন এর সম্মানিত প্রেসিডেন্ট- মি: নির্মল রোজারিও ভিডিও কনফারেন্সে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন দেশের খ্রীষ্ট ভক্তদের সাথে যোগাযোগ করার আহ্বান জানান। অনুরূপভাবে সংগঠনটির মহাসচিব- হেমন্ত কোড়াইয়া তার বক্তব্য সকলকে আন্তরিক ও সংগঠনিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। সংগঠনটি আরো শক্তিশালী করার জন্য যাবতীয় সাহায্যের আশ্বাস প্রদান করেন। সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে একটি গঠনতন্ত্রের প্রয়োজন। এ বিষয়ে আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান উপকমিটি গঠন করা হয়। পরবর্তী আহবায়ক কমিটির সভা- এ বিষয়ে আলোচনার প্রেক্ষিতে উপস্থিত ইতালির রোমের প্রতিনিধিরা তাদের শহরে পরবর্তী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব দেন এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য যোসেফ ডি কস্তা তার বক্তব্যে সংগঠনটির কার্যক্রম আজকের এই পর্যন্ত আসার পিছনে যারা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন, তিনি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আহবান জানান আসুন আমরা নিজ নিজ ভুল ত্রুটি গুলো শুধরে নিয়ে, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং আমাদের কমিউনিটির উন্নয়নকল্পে এক হয়ে কাজ করি। আহবায়ক কমিটির প্রবীণ সদস্য জার্মান থেকে আগত মার্টিন ফলিয়া শুভেচ্ছা বক্তব্য উল্লেখ করেন যে আমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং অন্যকে সাহায্য করার জন্য আমাদের সকলকে একটি প্লাটফর্মে এসে একত্রিত হতে হবে। তিনি আজকের এ আয়োজনের জন্য আয়োজক কমিটি তথা সকলের সাহায্য সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। আরো বক্তব্য রাখেন পাষ্টার কাজল সরকার, ক্যান্টন হেনরি কস্তা, জেফরি ফার্নান্ডেজ, ভিক্টর শেখর রোজারিও, লিটা মিউরেল ডি সিলভা, তুষার সি কস্তা, রূপালী গোমেজ, অনুপ এইচ রোজারিও, লিওনার্ড এল রোজারিও সহ অন্যান্যরা। পরিশেষে আহবায়ক তার ধন্যবাদ বক্তব্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন- রঞ্জিত জে রোজারিও, এডওয়ার্ড গমেজ, বিমল এস ক্রুজ, চন্দন মাইকেল কস্তা ,জুড এম রোজারিও, মিল্টন কস্তা, ব্যারিস্টার মুক্তি সরকার,রোনাল্ড রিবেরু, অজিত রোজারিও, রঞ্জন গমেজ, বিপুল ডি ক্রুজ, শংকর ভি পালমা, প্লাসিড মেন্ডেজ, সনেট রোজারিও, রবিন এফ রোজারিও, চার্লস রোজারিও সহ অন্যান্যদের। সর্বোপরি অনুপ এইস রোজারিওর প্রার্থনার মাধ্যমে আহবায়ক কমিটির প্রথম সভা শেষ করা হয়।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.