নিউজ ডেস্ক: আটটি দেশের অংশগ্রহণে নভেম্বর বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, হংকং, আরব আমিরাত এবং ওমান।
২০১৭ সালের পর ২০১৯ এ বসছে এই আসর। এরই মধ্যে এই টুর্নামেন্টের জন্য সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে সর্বমোট ৮টি দেশ। বাংলাদেশ জায়গা পেয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী ভারত, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ওমান।
এক নজরে দেখে নেওয়া যাক ইমার্জিং এশিয়া কাপের সূচিঃ
গ্রুপ পর্ব :
১৪ নভেম্বর ২০১৯ (বৃহস্পতিবার), বাংলাদেশ বনাম হংকং, বিকেএসপির ৪ নম্বর মাঠ।
১৪ নভেম্বর ২০১৯ (বৃহস্পতিবার), ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, বিকেএসপির ৩ নম্বর মাঠ।
১৪ নভেম্বর ২০১৯ (বৃহস্পতিবার), শ্রীলঙ্কা বনাম ওমান, কক্সবাজার একাডেমী মাঠ।
১৪ নভেম্বর ২০১৯ (বৃহস্পতিবার), আফগানিস্তান বনাম পাকিস্তান, কক্সবাজার।
১৬ নভেম্বর ২০১৯ (শনিবার), বাংলাদেশ বনাম ভারত, বিকেএসপির ৩ নম্বর মাঠ।
১৬ নভেম্বর ২০১৯ (শনিবার), হংকং বনাম সংযুক্ত আরব আমিরাত, বিকেএসপির ৪ নম্বর মাঠ।
১৬ নভেম্বর ২০১৯ (শনিবার), শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, কক্সবাজার।
১৬ নভেম্বর ২০১৯ (শনিবার), আফগানিস্তান বনাম ওমান, কক্সবাজার একাডেমী মাঠ।
১৮ নভেম্বর ২০১৯ (সোমবার), বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত, বিকেএসপির ৩ নম্বর মাঠ।
১৮ নভেম্বর ২০১৯ (সোমবার), ভারত বনাম হংকং, বিকেএসপির ৪ নম্বর মাঠ।
১৮ নভেম্বর ২০১৯ (সোমবার), আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, কক্সবাজার একাডেমী মাঠ।
১৮ নভেম্বর ২০১৯ (সোমবার), পাকিস্তান বনাম ওমান, কক্সবাজার।
সেমিফাইনাল :
২০ নভেম্বর ২০১৯ (বুধবার), গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্সআপ, মিরপুর।
২১ নভেম্বর ২০১৯ (বৃহস্পতিবার), গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্সআপ, মিরপুর।
ফাইনাল :
২৩ নভেম্বর ২০১৯ (শনিবার), মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
উল্লেখ্য, আসরের টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।