নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে বিদেশী নাগরিকদের শুধু চলে যাওয়া নয়, বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম দফায় ফিরিয়ে আনা হচ্ছে ভারত থেকে প্রায় এক হাজার নাগরিককে৷ আগামি ২০ এপ্রিল থেকে এ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
আটটি বিশেষ বিমানে ভারতের চেন্নাই এবং কলকাতা থেকে তাদের ফিরিয়ে আনা হবে৷ ইউএস-বাংলা বিশেষ এ ফ্লাইট পরিচালনা করবে। বিমানের ভাড়া শোধ করতে হবে আগত যাত্রীদেরই৷ এক্ষেত্রে বিমান শুধুমাত্র যাত্রীদের নিয়ে এলেও খালি যেতে হবে বলে আসা যাওয়ার ভাড়াই দিতে হবে যাত্রীকে।
বিমান সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, “আমরা কেবল বাংলাদেশী নাগরিক বহন করার জন্য চেন্নাই ও কলকাতা উভয় জায়গায় যাবো। আমাদের ১8৮ আসনের বোয়িং বিমানের মাধ্যমে যাত্রী ফিরিয়ে আনা হবে। ”
বিশেষ ফ্লাইটগুলি ২০ থেকে ২৫ এপ্রিল চেন্নাই থেকে স্থানীয় সময় সোয়া বারোটায় রওনা হবে। ঢাকায় পৌছবে বেলা সোয়া তিনটায়। একইভাবে ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে সকাল সাড়ে ১১ টায় রওয়ানা দিয়ে দুপুর ১টায় ঢাকা পৌছবে৷
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ভারতে বর্তমানে ১ হাজার শিক্ষার্থীসহ প্রায় আড়াই হাজার বাংলাদেশি নাগরিক আটকে আছে৷