নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে ৩০ হাজার ‘আরটি-পিসিআর’ টেস্ট কিট দিয়েছে ভারত।
ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বুধবার (৬ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে এ টেস্ট কিটগুলো হস্তান্তর করেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন তার ফেসবুক পেজে বাংলাদেশকে টেস্ট-কিট হস্তান্তরের ছবি ও তথ্য প্রকাশ করে লিখেছে, দুঃসময়ে পাশে থাকি, বন্ধু বলে যখন ডাকি। করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ভারতের জরুরি সহায়তার এটি তৃতীয় চালান।
এর আগে ভারত গত ২৬ এপ্রিল বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস দেয়।
তারও আগে গত ২৫ মার্চ ভারত বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সহায়তার প্রথম চালান হস্তান্তর করে।