• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ে বাংলা চ্যানেল’র ৩য় বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাংবাদিকের নাম / ৪৮ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

নিউজ ডেস্কঃ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ঠাকুরগাঁওয়ে বাংলা চ্যানেল’র ৩য় বর্ষ পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী। ২য় বছর অতিবাহিত করে ৩য় বছরে পা রাখলো নিউইয়র্ক ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন ‘বাংলা চ্যানেল’। শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বাংলা চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জয় মহন্ত অলকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম (বন্যা), বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, রিপোর্টাস ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো, এ্যাডভোকেট আশিকুর রহমান রিজভীসহ সংগঠনের নেতারা। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু, মানবজমিনের স্টাফ রিপোর্টার রেজাউল করিম, মুক্ত কলামের সম্পাদক ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, নিউজনেট ২৪বিডি.কম এর সম্পাদক আতাউর রহমান, সংবাদ গ্যালারীর সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন বাচ্চু, জার্নাল আই২৪.কম এর প্রকাশক স্বপন দাস, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক স্বাধীন মত এর জেলা প্রতিনিধি গোলাম মুক্তাদির রাসেল, দৈনিক আলোরকন্ঠের স্টাফ রিপোটার ইব্রাহীমসহ জেলার সংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বাংলা চ্যানেলের উত্তরোত্তর কামনা করে আরও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এমটাই আশা করেন।

 


এধরনের আরও সংবাদ