বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

News Headline :
ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা  অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো মিল মালিককে জরিমানা উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের চার ওসি, দুই ইউএনও জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন টাকার অভাবে চিকিৎসা বন্ধ সাংবাদিক আইনুলের লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা-আলী আসলাম জুয়েল

বরেন্দ্র এলাকার কৃষকের সুবিধা বাস্তবায়নে মতবিনিময়

নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও বরেন্দ্র এলাকার কৃষকের সেচ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সুবিধা বাস্তবায়নে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর্মকর্তা ও কর্মচারিদের সমন¦য়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঠাকুরগাঁও বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঠাকুরগাঁও বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের প্রকৌশলী জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ (রাজশাহী) চেয়ারম্যান ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী।
এসময় বক্তারা বলেন, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার আওতায় ৩৬৩৬ সেচযন্ত্র রয়েছে। এর মধ্যে গভীর নলকুপ চালু রয়েছে ২৭৮৮টি। এলএলপি চালু রয়েছে ৬৯টি। এ সেচ ব্যবস্থার আওতায় ৯৮ হাজার ৩৭৯ জন কৃষক চলতি মৌসুমে ৬৮ হাজার ৬১২ হেক্টর জমিতে আমন চাষ করছে। এছাড়া ১৮৩ হেক্টর জমিতে অন্যান্য ফসল আবাদ করছে।
এ ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি বরেন্দ্র এলাকার চাষিদের সুবির্ধাতে সকলকে আরো পরিশ্রমী হওয়ার আহবান জানান প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

© News Net 24 BD All rights reserved 2019
Design & Developed BY Hostitbd.Com