• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

বরেন্দ্র এলাকার কৃষকের সুবিধা বাস্তবায়নে মতবিনিময়

সাংবাদিকের নাম / ২৫৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও বরেন্দ্র এলাকার কৃষকের সেচ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সুবিধা বাস্তবায়নে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর্মকর্তা ও কর্মচারিদের সমন¦য়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঠাকুরগাঁও বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঠাকুরগাঁও বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের প্রকৌশলী জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ (রাজশাহী) চেয়ারম্যান ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী।
এসময় বক্তারা বলেন, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার আওতায় ৩৬৩৬ সেচযন্ত্র রয়েছে। এর মধ্যে গভীর নলকুপ চালু রয়েছে ২৭৮৮টি। এলএলপি চালু রয়েছে ৬৯টি। এ সেচ ব্যবস্থার আওতায় ৯৮ হাজার ৩৭৯ জন কৃষক চলতি মৌসুমে ৬৮ হাজার ৬১২ হেক্টর জমিতে আমন চাষ করছে। এছাড়া ১৮৩ হেক্টর জমিতে অন্যান্য ফসল আবাদ করছে।
এ ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি বরেন্দ্র এলাকার চাষিদের সুবির্ধাতে সকলকে আরো পরিশ্রমী হওয়ার আহবান জানান প্রধান অতিথি।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.