• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর অভিযুক্ত ব্যক্তি যুবক আটক

সাংবাদিকের নাম / ৫৮ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের অভিযোগে অভিযুক্ত নুর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে জেলার পীরগঞ্জ উপজেলায় পৌর শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটককৃত নুর আলম বিকালে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। স্থানীয়রা তাৎক্ষতিকভাবে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনার পর প্রশাসনের কর্মকর্তাগন ঘটনাস্থাল পরিদর্শন করেন। আটককৃত ব্যক্তি পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের অহিদুলের ছেলে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন জানান, ঘটনাটি দুঃখজনক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এধরনের আরও সংবাদ