• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় শহরের চৌরাস্তায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়।
এ সময় জেলা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য সচিব সুচরিতা দেবসহ বক্তারা বলেন, বাংলাদেশ খেলাত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যেভাবে কটুক্তি তা কোনভাবেই কাম্য নয়।
সমাজে কিছু মৌলবাদী গেষ্ঠি অপনাজনীতি শুরু করেছে। তাদের বিরুদ্ধে সোচ্ছার হওয়াসহ দৃস্টান্তমুলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আরো কঠোর কর্মসুচির হুশিয়ারি উচ্চারন করেন বক্তারা।
ঘন্টাব্যাপি মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা ছাড়াও উদীচী শিল্পগোষ্ঠি, নিরাপদ সড়ক চাই ও আ’লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কমিউনিস্টপার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ