• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা

সাংবাদিকের নাম / ১২৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামীলীগ।
জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায় এর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে দলের শীর্ষ নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা।
এছাড়া দিনটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে।
পরে বিকেলে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শের কথা উল্লেখ করে বেশকিছু গুরুত্বপূর্ন বিষয় তুলে ধরেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ অন্যান্য নেতারা।


এধরনের আরও সংবাদ