• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

সাংবাদিকের নাম / ৪৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৯ মে, ২০২০

নিউজ ডেস্কঃ দিনাজপুরে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১৩, গতকাল দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন দেওর ইউনিয়নের ০৮নং ওয়ার্ড বিজল হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল তারিখ ০৮ মে ২০২০খ্রিঃ দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ০৪নং দেওর ইউনিয়নের ০৮নং ওয়ার্ড বিজল হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৯৫ (পঁচানব্বই) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ শাহিন ইসলাম (২২) পিতা- মোঃ শফিকুল ইসলাম সাং- আঁচুলকোল (শিবপুর), ২। মোঃ এস্তারুল ইসলাম (৪৫), পিতা- মৃত আব্দুল করিম এবং ৩। মোঃ জহুরুল ইসলাম (২৫), পিতা- মোঃ জবের আলী, উভয় সাং-আমাইল, সর্ব থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর’দের আটক করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে। র‌্যাব বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.