• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

ফালতু ছেলের জন্য গলা ভাঙ্গার দরকার নাই, ডিপজলকে ওমর সানী

সাংবাদিকের নাম / ৬৯ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের উপর ক্ষুব্ধ চলচ্চিত্রের ১৮ সংগঠন। অভিযোগ চলচ্চিত্রের লোক হয়েও চলচ্চিত্রের উন্নয়নে কাজ তো করেনি বরং ব্যক্তি স্বার্থে চলচ্চিত্রকে ব্যবহার করেছেন তিনি। তাই জায়েদ খানকে ‘বয়কট’ করার সিদ্ধান্ত নেয় সংগঠনগুলো।
মঙ্গলবার (১৪ জুলাই) এফডিসিতে এ সিদ্ধান্ত নেন তারা।
পাল্টা জবাবে রোববার (১৯ জুলাই) সংবাদ সম্মেলন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রযোজক সমিতির বয়কটের সিদ্ধান্তকে শিল্পী সমিতিকে ভাঙনের চেষ্টা বলে অবহিত করা হয়। তবে এই অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল।
এছাড়াও সংবাদ সম্মেলনে মনোয়ার হোসেন ডিপজল ৫টি নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে ডিপজলের কড়া সমালোচনা করেছেন চিত্রনায়ক ওমর সানী।
বুধবার (২২ জুলাই) সকালে ওমর সানী ডিপজলকে নিয়ে তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনার কাছে অনুরোধ আপনাকে সম্মান করি, আপনি হাসির পাত্র হলে আমাদের কাছে খারাপ লাগে, দিন শেষে বলি এই দুইটা ফালতু ছেলের জন্য গলা ভাঙ্গার দরকার নাই।’
ওমর সানী আরো লিখেছেন, গত শিল্পী সমিতির নির্বাচনকালীন সময়ে, আপনি দশটা ছবি করার ঘোষণা দিয়েছিলেন, চলচ্চিত্রের সবাই মনে করেছিল যাক আলহামদুলিল্লাহ। শিল্পী এবং কলাকুশলী কিছুদিন স্বচ্ছভাবে থাকবে, করেননি? আজ আবার একটা ক্রাইসিসের মধ্যে পাঁচটা ছবি করার ঘোষণা দিয়েছেন? মানুষ বোঝে মামা এত বোকা না (ডিপজল সাহেব) আপনি ঘোষণা দিয়েছিলেন সিনেমা হলের প্রজেক্টর মেশিন আনবেন সেটাও করেননি।’


এধরনের আরও সংবাদ