• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

ফরিদপুরে আইসোলেশনে থাকা বৃদ্ধের মৃত্যু

সাংবাদিকের নাম / ৬০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা সন্দেহে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগীর (৭০) মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি মধুখালী উপজেলায়।
হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, এক রোগী কয়েকদিন আগে কিডনীজনিত ও শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন।
রোববার তার করোনা উপসর্গ দেখতে পেয়ে চিকিৎসকরা তাকে হাসপাতালের করোনা আইসোলেশনে এনে ভর্তি করে। আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, গতকাল তার করোনা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফা মনোয়ার জানান, আমরা দুদিন আগে জানার সাথে সাথে ওই এলাকার ৪টি বাড়ির প্রায় ৫০ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইন করে দিয়েছি। তার লাশ প্রশাসনের মাধ্যমে দাফন করা হবে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.