• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান নাসিমের

সাংবাদিকের নাম / ৮০ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ প্রবাসীদের এই সময় দেশে না ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়ে এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা সাহসী জাতি। যেকোনো দুর্যোগে বাঙালি ঘুরে দাঁড়ায়। এবারও সাহসিকতার সঙ্গে মোকাবেলা করবে।

তিনি বলেন, যারা জীবাণুনাশকের দাম বাড়াচ্ছে তারা গণদুশমন।

নাসিম এ সময় বিমানবন্দরে ব্যাপক আকারে পরীক্ষা-নিরীক্ষারও আহ্বান জানান।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠান সীমিত করেছে ১৪ দল। ১৭ মার্চ রাত ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল ও মোমবাতি প্রজ্বলন, দুপুরে মিলাদ মাহফিল হবে। ২০ মার্চ টুঙ্গিপাড়ায় সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।


এধরনের আরও সংবাদ