নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে এক বছর পেছানো হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। অ্যাথিলটদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড।
আসন্ন এ আয়োজনে ব্রিটেনের দল না পাঠানো ঘোষণার পরই এমন সিদ্ধান্ত এলো। করোনার কারণে কানাডা ও অস্ট্রেলিয়াও তাদের অ্যাথলিটদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৪ জুলাই শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। এর আগে, কোভিড নাইন্টিনের কারণে অলিম্পিক স্থগিতের আভাস দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।