• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

পীরগঞ্জ পৌর নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ইকরামুল হক নির্বাচীত

সাংবাদিকের নাম / ৫৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌর নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ইকরামুল হক মেয়র নির্বাচীত হয়েছেন। আজ সোমবার রাতে জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দীন ফলাফল নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ইকরামুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে ৯১৩৩ ভোট পেয়ে মেয়র নির্বাচীত হয়েছেন। নিকটতম আ’লীগের মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী কশিরুল আলম নৌকা প্রতীকে ২৭৯০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে বিএনপি’র মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে রোজাউল করিম রাজা ২৭১৪ ভোট পেয়েছেন।
এ নির্বাচনে মেয়র পদে আ’লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৬জন লড়েছেন। এছাড়া ৩২ জন কাউন্সিলর ও ১২ জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এখানকার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১৭৯জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭ জন। নারী ১০ হাজার ৬৩২জন।


এধরনের আরও সংবাদ